বিনোদন

২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ, অভিযোগ আয়কর বিভাগের

সোনু সুদের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। লকডাউনের সময় থেকে অসংখ্য সাধারণ মানুষকে সাহায্য করেছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের বাড়ি থেকে বাড়ি ফেরানো থেকে শুরু করে অনেক অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন সোনু সুদ। শনিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আয়কর দফতর জানাল ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন অভিনেতা ও তাঁর সহকর্মীরা। গত তিনদিন ধরে সোনু সুদের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়,  সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরাসরি ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের সরাসরি লঙ্ঘন।