অবশেষে ভুল স্বীকার করল আমেরিকা। তাদের পাঠানো ড্রোনের হানায় আইসিস জঙ্গি নয়, মারা গিয়েছিল ১০ নিরীহ সাধারণ আফগান, তাঁদের মধ্যে ছিল শিশুরাও। এ নিয়ে আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালেখি হলেও প্রথমে স্বীকার করতে চায়নি আমেরিকা। কিন্তু এদিন এক বড়সড় সেনা আধিকারিক জানালেন, ওই হামলায় ‘ভুল’ হয়েছিল। কাবুল বিমানবন্দরে আইএস-এর খোরাসান শাখার জঙ্গিরা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। দ্রুত তার জবাব দিতে গিয়ে ড্রোনের মাধ্যমে রকেট হামলা চালায় মার্কিন সেনা। তার একটির জেরে ১০ জন মারা যায়। আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডের কম্যান্ডার জেনারেল ক্যানেথ ম্যাকেঞ্জি বলছেন, ‘ওই হামলা ছিল এক দুঃখজনক ভুল।’ ম্যাকেঞ্জির সাফাই, তাঁদের লক্ষ্য ছিল আইসিস জঙ্গিরাই। ক্ষমা চেয়ে শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। তিনি বলেছেন, ‘যাদের মৃত্যু হয়েছে তাঁদের আত্মীয়স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমরা ক্ষমা চাইছি, এই ভয়াবহ ভুল থেকে শেখার চেষ্টা করব।’ জেনারেল ম্যাকেঞ্জি জানিয়েছেন, মৃত এবং আহতদের পরিবারকে কোনওভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছে মার্কিন প্রশাসন।