রাজনীতি ছেড়ে দিয়েছি বলে অভিমানী বাবুল সুপ্রিয় শনিবার দুপুরে যোগ দিয়েছেন তৃণমূলে। বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেও আসানসোলের সাংসদ পদ ধরে রেখেছিলেন। কিন্তু অন্য দলে যাওয়ার কথা কাক-পক্ষীতেও টের পায়নি। আর সকলকে চমকে দিয়েই আসানসোলের দু’বারের সাংসদ আজ তৃণমূলে। যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তাই অভিষেকের সঙ্গে বাবুলের ছবি ও তৃণমূলে যোগদানের ছবিকে ফেক বলে বসলেন বিজেপি নেত্রী। সেই বিষয়ে টুইট করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন তিনি। বাবুলের দল বদলের ছবি নিয়ে রূপা টুইট করে জানিয়েছেন, ‘এটা বোধ হয় ফেক ছবি। বঙ্গের বিজেপি কর্মীদের মনোবল ভাঙার জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে।’ তবে রাজনীতিতে থাকতে তৃণমূলের উপর লাগাতার আক্রমণ শানিয়েছেন বাবুল। কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারানোর পরও তৃণমূলকেই আক্রমণ করা কিছুতেই বন্ধ করেননি বাবুল। তাই হয়ত বাবুলের এই আচমকাই দলবদল মেনে নিতে পারেনি বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি, মনে করছে রাজনৈতিক মহল। তাই এই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী। আর এই টুইট দেখেই রূপাকে ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা।