রাজ্যের ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন ও দুই বিধানসভার সাধারণ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে কমিশন। সেই নির্বাচনের পাখির চোখ ভবানীপুর কেন্দ্র। কারণ বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন। জোর কদমে চলছে প্রচার। মমতা নিজে তো বটেই, ফিরহাদ হাকিম, মদন মিত্ররা রাত-দিন এক করে প্রচারে নেমেছেন। এবার নেত্রীর হয়ে ভোট প্রচারে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই একের পর এক সভা করবেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজপথ থেকে মোড়ে মোড়ে বেনজির প্রচার পরিকল্পনা রয়েছে তাঁর। তার আগেই শনিবার
ময়দানে নামলেন অভিষেক। লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে প্রচারের শুরু করলেন তিনি। শনিবার সন্ধ্যায় ভবানীপুরের অন্তর্গত পদ্মপুকুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দির চত্বর প্রদক্ষিণ করে, বিগ্রহের সামনে আরতি করেন তিনি। প্রসাদও বিলি করতে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদকে। সেখান থেকেই মমতার হয়ে প্রচার শুরু করেন অভিষেক। এলাকার হিন্দিভাষীদের নিয়ে একটি সভাও করেন মন্দিরের অডিটোরিয়ামে। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় এনে দিতে কোনও ফাঁক রাখছে না তৃণমূল।