একবালপুরে ১৬ আনা মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর তোষণের অভিযোগ তুলেছে বিজেপি। ইতিমধ্যেই তার জবাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার শনিবার ভবানীপুরে অবাঙালি ভোটারদের সঙ্গে জনসংযোগে বিজেপিকে ‘হিন্দু ধর্মে’র পাঠ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭০ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীনারায়ণ মন্দিরের সভাঘরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,’আমাকে হিন্দু ধর্ম শেখাবেন? আমি ব্রাহ্মণ। পৈতে পরি। আমাকে ধর্ম শেখাতে আসবেন না। আপনাদের থেকে শেখার দরকারও নেই।’ বিজেপিকে চ্যালেঞ্জ করে এ দিন অভিষেক বলেন,’ওরা শুধু হিন্দু, মুসলিম এবং পাকিস্তান করে। বিতর্কে আসুন। বিজেপি বলুক ওরা ৭ বছরে কী করেছে। আমি দিদির ১০ বছরের কাজ তুলে ধরব।’ তিনি বলেন, ”ভবানীপুরে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। ভ-তে ভবানীপুর হয়। ভ-তে ভারত হয়। আপনারা আস্থা রাখলে আমরা ভবানীপুরেও বিজেপি-কে হারাতে পারব। ভারতেও বিজেপি-কে হারাতে পারব। তৃণমূলই পারে বিজেপি-কে হারাতে।” শনিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেছেন, ”আমাদের দলে বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন। তিন মাসে আরও অনেকেই যোগ দেবেন। আসলে বিজেপি-র বিনাশ শুরু হয়েছে।” তিনি আরও বলেন, ”সিবিআই-ইডি দিয়ে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমরা ওদের কোনও কিছুকেই ভয় করি না। আপনারা আমাদের উপর আস্থা রাখলে আগামী দিনে দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক হবেন।”