শনিবার ঘাসফুল শিবিরে যোগদানের পর রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। আর এদিনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বাবুল। তিনি বলেন, ‘কিছু বাংলা আছে, যেটা কিনা দিলীপ দা’র বাংলা। উনি আজকেও আমাকে নিয়ে অনেক কিছু বলেছেন। ওনাকে আমি বিদ্যাসাগরের একটা বর্ণপরিচয় উপহার দেব। যাতে বাংলা ভাষাতেই উনি কথা বলেন। বাংলা ভাষাকে যাতে উনি কলঙ্কিত বা কলুষিত না করেন। আমি ওনার বক্তব্য পড়িনি। কিন্তু কিছু কটাক্ষ করেছেন, কিছু ভাষা বলেছেন সেটা আমি জানি।’ পাশাপাশি বাবুলের দাবি করেন, ‘বিধানসভা ভোটে বিজেপির হারের মূল কারণ হল দিলীপ ঘোষ। উনি বাংলা ভাষাকে কলুষিত করেছেন, রাজনীতিতে আমার চেয়ে দিলীপ ঘোষ জুনিয়র,’ এক সাক্ষাত্কারে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়। গত শনিবার তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর দল বদলেই প্রাক্তন দলের সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বাবুল।