কলকাতার মিন্টো পার্কে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতদের নাম সোনু যাদব, বিক্রম যাদব এবং ভিকি গুপ্তা ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, ঘটনার দিন ঘটনাস্থলেই উপস্থিত ছিল এই তিন যুবক ৷ এই নিয়ে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ৷ লালবাজার সূত্রে খবর, গত ১৩ সেপ্টেম্বর ভোর রাতে কলকাতার শেক্সপিয়র সরণি থানা এলাকায় আক্রান্ত হন হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং ৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী ৷ সূত্রের খবর, রীতিমতো পরিকল্পনা করে হামলা চালানো হয় ওই ব্যবসায়ীর উপর ৷ একেবারে ফিল্মি কায়দায় প্রথমে পঙ্কজের গাড়ি ঘিরে ফেলা হয় ৷ এরপর বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে বচসা চলে ৷ পরে তা গড়ায় হাতাহাতিতে ৷ অভিযোগ, এই সময়েই পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ আর তারপরই এলাকা ছেড়ে চম্পট দেয় তারা ৷ ঘটনাটি ঘটে মিন্টো পার্ক লাগোয়া গোর্কি সদনের সামনে ৷ ঘটনা সামনে আসতেই তদন্ত নামে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ৷ গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত-সহ দু’জনকে ৷ এবার সেই ঘটনাতেই আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হল ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ ৷ এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে লালবাজার ৷ চলছে তদন্ত ৷