নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিভিন্ন এলাকা। টানা বৃষ্টিতে জলের তলায় হাওড়া পুরসভার ৩০ টি ওয়ার্ড। টিকিয়াপাড়া, দাশনগর, সালকিয়া, পঞ্চাননতলা, রামরাজাতলা, লিলুয়া, ঘুসুড়ির একাধিক রাস্তা এখনও রয়েছে জলের তলায়। বুক সমান জলেই রাস্তায় বেরিয়ে পড়েছেন মানুষ। কাজের জায়গায় যেতেই হবে তাই বাড়ি বসে থাকার উপায় নেই বলেই জানালেন দাশনগরের এক বাসিন্দা। প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভোগ বাড়ছে হাওড়া বাসীর। আজ সকাল থেকেই চলছে বৃষ্টিপাত ফলে রেহাই নেই হাওড়া পুর এলাকার বাসিন্দাদের। ভাসছে গোটা হাওড়া। উত্তর হাওড়ার সিতানাথ বোস লেন, ভৈরব দত্ত লেন, তিনকড়ি নাথ বোস লেন, দক্ষিণ হাওড়ার বি গার্ডেন এলাকায় পি কে রায় চৌধূরী লেন, বলাই মিস্ত্রি লেন, কলেজ ঘাট রোড রয়েছে জলের তলায়। নদী নাকি রাস্তা বোঝা দায়। জলযন্ত্রণায় দুর্ভোগে বিপর্যস্ত হাওড়াবাসী। হাওড়ার রামরাজাতলা, টিকিয়াপাড়ার বিভিন্ন এলাকা জলমগ্ন। হাওড়া পুরসভার এক আধিকারিকের কথায়, হাওড়া শহরের জলনিকাশি পাম্পগুলি চালিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে। গঙ্গায় জোয়ার এলে অবশ্য ফের বন্ধ করে দিতে হবে লকগেট কোথাও কোথাও বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। কোথাও আবার বাড়িতে জল ঢুকেছে এলাকায়। জলমগ্ন শহরে মাঝ রাস্তায় বিকল হয়ে পড়েছে একাধিক যানবাহন।