‘ভোট পরবর্তী হিংসা’ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (SC) আর্জি জানিয়েছে রাজ্য সরকার। এই মামলায় আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। ওই দিনই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। আজ, সোমবার জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। এই মামলায় সিবিআইয়ের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। । গত ১৯ অগস্ট কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। চলতি মাসের গোড়ায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিমকোর্টে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার চূড়ান্ত নিস্পত্তি হবে ২৮ সেপ্টেম্বর।