কলকাতা

মানস ভুঁইয়াকে জেরা করতে খাদ্যভবনে সিবিআই

কিছুদিন আগেই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে শিল্পভবনে পৌঁছে গিয়েছিল সিবিআই। এবার অনেকটা একই কায়দায় সিবিআই আধিকারিকরা চলে গেলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়ার কাছে। মানস ভুঁইয়ারকে জিজ্ঞাসাবাদ করতে খাদ্যভবনে পৌঁছে গেল সিবিআই। আইকোর মামলায় মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই। আজ সিজিও কমপ্লেক্সে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু মানস ভুঁইয়া সেই হাজিরা এড়িয়ে যান। কেন্দ্রীয় গোয়েন্দাদের ইমেল মারফত তিনি জানান, তিনি আজ হাজিরা দিতে যেতে পারবেন না। কারণ টানা বৃষ্টিতে তাঁর বিধানসভা এলাকা জলমগ্ন। তাঁকে সেই পরিস্থিতির তদারকি করতে হবে।  এরপর আজ বেলার দিকে দেখা গেল তাঁকে জিজ্ঞাসাবাদ করতে খাদ্যভবনে যান সিবিআইয়ের কর্তারা। খাদ্যভবনেই রয়েছে জলসম্পদ ভবন। সূত্রের খবর, সেখানেই প্রায় পৌনে ২ ঘণ্টা চলেছে জিজ্ঞাসাবাদ। গোয়েন্দারা মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কেন তিনি আইকোরের অনুষ্ঠানে গিয়েছিলেন। এদিন মানস ভুঁইয়ার বয়ান রেকর্ড করেছে সিবিআই।