সোমবার বিধানসভায় মনোনয়ন পেশ করলেন সুস্মিতা দেব। মানস ভূঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে অসম কন্যা তথা প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবকে প্রার্থী করেছে তৃণমূল। আজ বিধানসভার সচিবের কাছে তিনি মনোনয়ন পেশ করলেন। আগামী ৪ অক্টোবর রাজ্যসভার উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যসভার প্রার্থী হবার পাশাপাশি ত্রিপুরায় তৃণমূলের সাংগঠনিক কাজের দায়িত্বেও আছেন সুস্মিতা।অন্যদিকে, আজ আবার রাজ্যসভা উপনির্বাচনে সুস্মিতার বিপক্ষে প্রার্থী দেবে না বলেছে বিজেপি। শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, “রাজ্যসভা উপনির্বাচনে কোনো প্রার্থী দেবে না বিজেপি কারণ ফলাফল পূর্বনির্ধারিত।” আর বিজেপি প্রার্থী না দেওয়ায় কার্যত একতরফা ভাবেই যে সুস্মিতা জিতবেন তা বলাই বাহুল্য। তৃণমূলের তরফে অবশ্য বিজেপি’কে কটাক্ষ করা হচ্ছে তাঁরা প্রার্থী দিতে পারেনি বলে। রাজ্যের শিল্প মন্ত্রী তথা তৃণমূলের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “ভয় পেয়ে গেছে বিজেপি। কী আর প্রার্থী দেবে! মাঠ তো ফাঁকা।” বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার পাল্টা বলেছেন, “পার্থ চট্টোপাধ্যায়কে ভাবার দরকার নেই আমরা কেন প্রার্থী দেইনি।”