আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে ভবানীপুর কেন্দ্রে। রাত পোহালেই জোরকদমে প্রচার শুরু ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই জনসংযোগ বাড়াতে জোর দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সন্ধ্যেবেলায় তাঁর ভাইপো তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে ভবানীপুরের প্রাচীন শীতলা মন্দিরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চপ্রদীপ হাতে তাঁকে সন্ধ্যারতি করতেও দেখা যায়। আরতি
করেন অভিষেকও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রদীপ হাতে ধরিয়ে দেন পিকের। এরপর তাঁকেও আরতি করতে দেখা যায়। পুজো শেষে তিনি এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন। সোমবার দুপুরে বাবুল সুপ্রিয়র সঙ্গে সাক্ষাতের পর নবান্নে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠক শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী পিকে চলে যান ভবানীপুরের শেতলা মন্দিরে। ৭১ নম্বর ওয়ার্ডের এই মন্দির এলাকায় উপস্থিত সকলের সঙ্গেই জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।