কলকাতা

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে মেট্রোর সংখ্যা

ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। ২৫ সেপ্টেম্বর থেকে ১৭৮টির বদলে চলবে ২১৪টি মেট্রো। তার মধ্যে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে ১৫১টি ট্রেন চলবে। রবিবার ১১৬টির পরির্বতে চলবে ১২০টি মেট্রো। সোমবার মেট্রোর তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, চলতি সপ্তাহের শনিবার থেকেই মিলবে অতিরিক্ত মেট্রো। সকালে সাড়ে ৭ টায় দক্ষিণেশ্বর গামী প্রথম মেট্রো দমদম স্টেশন ছাড়বে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী প্রথম মেট্রো মিলবে সকাল সাড়ে ৭ টায়। আগে শনিবার সকাল ৮ টায় চলত প্রথম মেট্রো। একইভাবে দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ৮ টার পরিবর্তে চলবে সকাল সাড়ে সাতটায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রোও মিলবে একই সময়ে। অবশ্য শনিবার শেষ মেট্রোর সময়ে পরিবর্তন করা হয়নি। সকাল ৯ টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ৭ মিনিট অন্তর আপ লাইনে মিলবে মেট্রো। ডাউন লাইনে সকাল ৯টা ১ মিনিট থেকে বেলা ১১টা ২১ মিনিটের মধ্যে মেট্রোর ব্যবধান থাকবে সাত মিনিট। আবার বিকেল ৪.‌৪০ মিনিট থেকে সন্ধে ৭.‌২৮ মিনিট অবধি আপ ও ডাউন লাইনে বিকেল ৪টে ৪১ মিনিট থেকে সন্ধে ৮টা ৪ মিনিটের মধ্যে দু’টি মেট্রোর ব্যবধান থাকবে সাত মিনিট। শুধুমাত্র জরুরি পরিষেবায় যুক্তদের জন্যই এই সিদ্ধান্ত। একইভাবে রবিবারও বাড়ানো হয়েছে বেশ কয়েকটি মেট্রো। তবে পরিবর্তন হয়নি শুরু ও শেষ মেট্রোর সময়। অর্থাত্‍ দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ১০ টায়। শেষ মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩০ মিনিটে।