লোকসভার নথি বলছে তিনি বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর। রয়েছে উদ্ভিদবিদ্যায় পিএচডি। পেশায় অধ্যাপক ৷ বর্তমানে তিনি রাজ্য বিজেপির সভাপতি। ২০১৯-এর এক জনসভায় তত্কালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধে সোনা থাকে। মেদিনীপুরের সাংসদ বলেছিলেন, ‘ভারতীয় গরুর দুধ হলদেটে হয়, তাই এদেশের গরুর দুধে সোনা থাকে। বিদেশি গরুর দুধে সোনা থাকে না তাই সেখানকার দুধ সাদা হয়।’ আর তারপরেই দিলীপ বাবুর এই বক্তব্যের পাল্টা দিতে থাকেন বিশেষজ্ঞরা। নেটদুনিয়ায় হাসির রোল ওঠে, ট্রোল্ড হন সাংসদ কিন্তু নিজের বক্তব্যে অনড় থাকেন। আর মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি হিসেবে কলকাতায় এসেই বিতর্কে সুকান্ত মজুমদার। এদিন ফের সেই দিলীপ ঘোষের গরুর দুধের সোনা তত্বে সায় দিয়েছেন নব্য নিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার সেই বিজ্ঞানের অধ্যাপক বঙ্গ সভাপতির গলাতেও ‘গরুর দুধে সোনা’-র কথা ৷ পূর্বসূরি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ তত্ত্বকে কার্যত স্বীকৃতি দিয়ে দিলেন অধ্যাপক সুকান্তবাবু । চলতি সপ্তাহের সোমবার দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির সভাপতির পদ থেকে সরিয়েছে পদ্ম শিবিরের জাতীয় নেতৃত্ব। মেদিনীপুরের সাংসদ দিলীপকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। আর পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানেই দিলীপ ঘোষের পাশে বসে সাংবাদিক সম্মেলন করেন তিনি।