নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি ও সিবিআই। রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট জমা দিয়েছে ওই দুই কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সেই চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্য বিধানসভার স্পিকারের কোনও অনুমতি নেয়নি ওই দুই কেন্দ্রীয় সংস্থা। সেই কারনেই এদিন রাজ্য বিধানসভায় দুই কেন্দ্রীয় সংস্থার দুই শীর্ষ কর্তাকে তলব করেছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন সেই হাজিরা এড়িয়ে গেল দুই কেন্দ্রীয় সংস্থার দুই শীর্ষ কর্তা। পরিবর্তে ইডির তরফে চিঠি দেওয়া হয়েছে বিধানসভার সচিবালয়ে আর সিবিআই ইমেল করেছে সরাসরি স্পিকারকে। দুই সংস্থার তরফেই দাবি করা হয়েছে, তাঁরা নারদকাণ্ডে তদন্ত করছেন হাইকোর্টের নির্দেশে। আদালতের নির্দেশ মেনেই জমা দেওয়া হয়েছে চার্জশিটের। এক্ষেত্রে স্পিকারের অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। অধ্যক্ষের তলবের প্রেক্ষিতে ইডি এও লিখেছে, “আপনাদের ডাকার অধিকার নেই।” স্পিকারের চিঠি ও তলব প্রসঙ্গে তাদের আইনি এমনিই ব্যাখ্যা দিয়েছে ইডি। ইডি এও বলে, আইনগত ভাবে কোন ভুল করেনি, সেই ব্যাখ্যাই চিঠিতে বিস্তারিত দিয়েছে বলে জানা গিয়েছে। প্রায় একই যুক্তি দিয়েছে সিবিআই-ও। এখন এ নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আইনের উর্ধ্বে কেউ নয়। এই চ্যাপ্টার ক্লোজ হল না। বিষয়টিকে সিরিয়াসলি দেখা হচ্ছে।” এদিকে বিধানসভা কর্তৃপক্ষ সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনি প্রতিক্রিয়া দিয়েছে। উপেক্ষা তো করেনি। একে বিশেষ গুরুত্ব দিয়েই দেখছে তারা। সূত্রের খবর, বিধানসভা কর্তৃপক্ষ থেকে ফের তলব করা হচ্ছে দুই এজেন্সিকে।