কলকাতা

‘‌রাজ্য সরকারের গুন্ডাবাহিনীর হামলায় প্রাণ গেল প্রার্থীর’, বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

তৃণমূল নেতাদের কাটমানি খাওয়ার বিষয় থেকে শুরু করে দুষ্কৃতী হামলায় প্রার্থীর মৃত্যু নিয়ে গর্জে উঠলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মগরাহাট পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী মানস সাহার মৃত্যু প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘‌ভোট গণনার দিন দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন আমাদের প্রার্থী। আমাদের রাজ্য দুষ্কৃতী হামলায় প্রার্থীর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরণের ঘটনা বাংলার মাথা নীচু করে দিচ্ছে। আমাদের প্রার্থী মানস সাহা সরকার পক্ষের গুন্ডাবাহিনীর হামলায় মারা গেলেন। বাংলার গণতন্ত্রের জন্য এটি একটি কালো দিন। সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।’‌ সুকান্ত মজুমদার আরও বলেন, ‘‌তৃণমূলের নেতারা তো ত্রাণ, কয়লা, বালির কাটমানিতে চলেন। সেইসব প্রমাণ তো দেখছেন সবাই। বহুদিন ধরে গ্রামগঞ্জে সরকারি প্রকল্পের টাকা লুঠ করছে তৃণমূলের সব স্তরের নেতারা। কোন তৃণমূল নেতাকে কত টাকা দিলে স্কুলে চাকরি পাওয়া যাবে তা আমাদের এলাকার ছোট ছোট ছেলেরা বলে দেবে। বাংলায় চাকরি এখন নিলাম হচ্ছে। আর সৌগতদাকে বলছি মুখ্যমন্ত্রীকে দিয়ে উনি লিখিয়ে নিন যে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা হবে। তাহলে দেখবেন প্রতি লিটার পেট্রেলের দাম ৭০ টাকার কাছাকাছি হয়ে যাবে।’‌