দেশ

ত্রিপুরা, অসমের পর এবার বিজেপি শাসিত গোয়াতেও খেলা হবে! জল্পনা তুঙ্গে

খুব শীঘ্রই গোয়া যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা, অসমের মতো এবার বিজেপি শাসিত গোয়ায় ভোট-প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছে তৃণমূল। সামনের বছরই গোয়ায় বিধানসভা নির্বাচন। সেই ভোটেই বিজেপির সঙ্গে চোখে চোখ রাখতে চাইছে তৃণমূল। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের ২০০ জন সদস্য গোয়ায় তৃণমূলের জন্য মাটি প্রস্তুত করতে কাজে লেগে পড়েছে। সব ঠিকঠাক এগোলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই ভোট হতে চলেছে গোয়ায়। আর সেই ভোটেই তৃণমূল পূর্ণশক্তিতে লড়তে পারে বলে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যই আই-প্যাকের সদস্যরা নেমে পড়েছে ময়দানে। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে, এ বার কি গোয়াতেও ‘খেলা হবে’!