প্রাকৃতিক বিপর্যয়ের সময় দুর্গতদের দ্রুত সরিয়ে আনতে দক্ষিণ ২৪ পরগনায় চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করছে রাজ্য সরকার । দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন গত জুলাই মাসে এই চারটি হেলিপ্যাড (Helipad) তৈরির প্রস্তাব পাঠান পরিবহণ দফতরের কাছে । সেখানে তিনি জানিয়েছিলেন, বিগত কয়েক বছরে একাধিক বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনা ৷ তাই এই জেলায় জরুরি ভিত্তিতে চারটি হেলিপ্যাড তৈরি করা উচিত ৷ সূত্রে খবর, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই
প্রস্তাব মতো হেলিপ্যাড তৈরির সবুজ সংকেত দিয়েছেন ৷ পূর্ত দফতরকে হেলিপ্যাড নির্মাণের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷ গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার-২ ব্লকে এই হেলিপ্যাডগুলি তৈরি করা হবে । প্রশাসন সূত্রে খবর, চারটি হেলিপ্যাড তৈরিতে ছয় একর জায়গাও চিহ্নিত হয়েছে ৷ গোসাবা গ্রাম পঞ্চায়েতে কৃষক বাজারের জন্য নির্ধারিত মাঠ, পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকা, কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা ও ডায়মন্ডহারবার-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাথুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই হেলিপ্যাড তৈরি করা হবে বলে আপাতত ঠিক হয়েছে ।