জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় দু‘জন শিশুর মৃত্যু হল । বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জ্বর ও শ্বাসকষ্টে ভুগে এক শিশুর মৃত্যু হয়। এরপর শুক্রবার সকালে আরও এক শিশুর মৃত্যু হয় হাসপাতালে। গত তিনদিনে এই নিয়ে তিনটি শিশুর মৃত্যু হল। স্বভাবতই যথেষ্ট উদ্বেগে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ক্রমেই বেড়ে চলেছে জ্বরে আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সাজিদ আলম। বয়স মাত্র ১ মাস ১৩ দিন। এই শিশুটি হলদিবাড়ির বাসিন্দা। বৃহস্পতিবার ওই শিশুটিকে হলদিবাড়ি থেকে স্থানান্তরিত করা হয়েছিল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনষ্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। এরপর দেখা যায় শিশুটি আরএস ভাইরাসে সংক্রমিত হয়েছিল। সঙ্গে শিশুটির শ্বাসকষ্টও ছিল। শুক্রবার সকালে এই শিশুটির মৃত্যু হয়।