মৃত বিজেপি কর্মীর দেহ নিয়ে বিক্ষোভের জেরে রাজ্য বিজেপির নয়া সভাপতি সুকান্ত মজুমদার, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ একাধিক নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ। এদিকে তিন বিজেপি সাংসদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ তুলে ডিসি সাউথের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। বুধবারই নার্সিংহোমে মৃত্যু হয় মগরাহাটের বিজেপি নেতা মানস সাহার। অভিযোগ, গত ৩ মে ভোটের ফলাফল প্রকাশের পর তাঁর উপর হামলা হয়। মাথায় আঘাত নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও অসুস্থ হওয়ায় দিনকয়েক আগে ফের হাসপাতালে ভর্তি হন। বুধবার তিনি মারা যান। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য ছিল। ওইদিন মানস সাহার দেহ প্রথমে আনা হয় কলকাতায় বিজেপির অফিসে। বৃহস্পতিবার সন্ধে নাগাদ মানস সাহার মৃতদেহ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলটি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতেই আটকায় পুলিশ। বিজেপি নেতাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। সুকান্ত মজুমদার সহ একাধিক নেতা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অর্জুন সিং, জ্যোতির্ময় সিং মাহাতো সহ অনেক নেতাই বিক্ষোভে শামিল হন। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় কালীঘাটে। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। ওই বিক্ষোভের নেতৃত্বে থাকায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, জ্যোতির্ময় সিং মাহাতো, অর্জুন সিং ও বেশ কয়েকজন বিজেপি কর্মীর নাম।