দেশ

‘কাটআউট লাগালেই বড় নেতা হয়ে যাওয়া যায় না’, নেতাদের আত্মপ্রচারেরর বিরুদ্ধে সরব মোদির কেন্দ্রীয় মন্ত্রী গড়কড়ি

রাজনীতিকদের নিজের ছবি দেওয়া কাটআউট, খুব পরিচিত ছবি রাজনীতিতে। এ ছাড়া বিখ্যাত নেতা-মন্ত্রীদের জন্মদিন বা প্রচারে ব্যবহার হয় কাট আউট। সেই কাটআউটের ব্যবহার নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির নিশানায় রাজনৈতিক নেতা-মন্ত্রীরা। রাজনৈতিক জীবনে এই ‘শর্টকাট’ কখনই সাহায্য করে না, মত কেন্দ্রীয় মন্ত্রীর। নাম না করেই সব নেতা-মন্ত্রীদের উদ্দেশ্যে কটাক্ষ হানেন গড়কড়ি। শুক্রবার ভারতীয় ছাত্র সংসদের জাতীয় কনক্লেভে অংশগ্রহণ করে নেতা-মন্ত্রীদের ‘কাটআউট’ ব্যবহারের বিলাসিতা নিয়ে মন্তব্য করেন তিনি। তিনি বলেন যে, ‘আমি বুঝতেই পারি না কেন রাজনীতিবিদরা তাঁদের পকেট খরচ করে নিজের কাটআউট ব্যবহার করেন।’ তিনি যোগ করেন, ‘মনে করো যে, কাটআউট লাগালেই বড় নেতা হয়ে যাওয়া যায়। এই বিজ্ঞাপনের কি সত্যি প্ৰয়োজন আছে? জয়প্রকাশ নারায়ণ, জর্জ ফার্নান্ডেজ, অটল বিহারি বাজপেয়ী এই পদ্ধতি ব্যবহার করতেন? দয়া করে শর্টকাট ব্যবহার করবেন না। শর্টকাটই আপনার জীবন শর্ট করে দেবে।’ নাম না করে সমস্ত নেতা-মন্ত্রীদের কটাক্ষ করলেও রাজনৈতিক মহলের কথায়, গড়কড়ির নিশানায় নরেন্দ্র মোদী। উল্লেখ্য, দেশজুড়ে ধুমধাম করে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন। বিজেপি সমর্থকরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করেছেন মোদীর জন্মদিন। যা দেখে আপ্লুত স্বয়ং মোদীও। সেই আবহের রেশের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্য বেশ তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।