দেশ

মহানদীতে আটকে হাতি, উদ্ধারে গিয়ে উল্টে গেল নৌকা, মৃত ১ সাংবাদিক, নিখোঁজ বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক সদস্যও

নদীর জলে আটকে হাতি। তাকে বাঁচাতে গিয়ে আরও বড় মর্মান্তিক কাণ্ড হল ওড়িশায়। কটকের মুন্ডালি ব্রিজের কাছে মহানদী নদীতে পড়ে গিয়েছিল একটি পূর্ণবয়স্ক হাতি। সেই হাতিকে উদ্ধার করতে যাওয়া নৌকা উল্টে মর্মান্তিক কাণ্ড। জলে ডুবে মৃত্যু হল এক সাংবাদিকের। নিখোঁজ এক উদ্ধারকারী। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গিয়েছে, উদ্ধারকারী দলের নৌকা নদীতে সেই হাতিকে উদ্ধার করতে গিয়েছিল। কিন্তু জলের তোড়ে উল্টে যায় নৌকা। তাতেই ঘটে বিপত্তি। শুক্রবার বনদফতরের সঙ্গে যৌথ উদ্যোগে ৮০ বনকর্মী এবং ওড়িশা বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা নৌকায় চেপে মহানদীতে উদ্ধারকাজে নেমেছিলেন। সেই নৌকাতে ছিলেন স্থানীয় এক নিউজ চ্যানেলের সাংবাদিক অরিন্দম দাস। নৌকা উল্টে যাওয়ায় জলে পড়ে মৃত্যু হয় তাঁর। জলে তলিয়ে যান একজন উদ্ধারকারী। তিনি বিপর্যয় মোকাবিলা দলের সদস্য। সাংবাদিকের সহকর্মী চিত্রসাংবাদিক প্রভাত সিনহার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।