কয়লা কাণ্ডে আগেও একাধিক আইএএস বা আইপিএস-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছুদিন আগেই এই কেলেঙ্কারিতেই দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই কয়লা কেলেঙ্কারিতেই টানা ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যের গোয়েন্দা প্রধান আইপিএস জ্ঞানবন্ত সিং-কে। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে নোটিস দেওয়া হলেও দফতরে হাজিরা দেননি তিনি। পরে ফের তাঁকে নোটিস দেয় কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সেই নোটিস অনুযায়ী, দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন তিনি। এ দিন সকালে ইডি দফতরে হাজিরা দেন তিনি। জানা গিয়েছে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তাঁর বয়ানও রেকর্ড করা হয়। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই একই ইস্যুতে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে দিল্লিতে ইডির দফতরে। যদিও তিন হাজিরা এড়িয়ে গিয়েছেন। আগে কলকাতায় সিবিআই জ্ঞানবন্ত সিং-কে এই ইস্যুতে জিজ্ঞাসাবাদ করেছে।