কলকাতা

সফল ফুসফুস প্রতিস্থাপনেও হল না শেষরক্ষা হল না, মৃত রোগী

করোনায় ভুগে সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছিল ফুসফুস। তাই ফুসফুস প্রতিস্থাপন করা হয় তাঁর। সফলও হয় অস্ত্রোপচার। তবে শেষরক্ষা হল না। গতকাল রাতে মৃত্যু হল করোনা রোগীর। মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় ওই করোনা রোগীর। ১০৭ দিন ধরে মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি ছিলেন বছর ছেচল্লিশের ওই ব্যক্তি। তাঁর ফুসফুস সম্পূর্ণ বিকল হয়ে যায়। দু’মাস ধরে একমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। একমো সাপোর্টও কাজ করছিল না। সে কারণেই পরিবারের সদস্যরা ফুসফুস প্রতিস্থাপনের কথা জানিয়েছিলেন। ফুসফুসের সন্ধান করছিলেন তাঁরা। শেষমেশ গুজরাটের সুরাটে এক রোগীর ব্রেন ডেথের খবর মেলে। তাতেই আশার আলো দেখা যায়। সেই রোগীর পরিবার এবং হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর ফুসফুস করোনা রোগীর শরীরে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো চিকিত্‍সক মহল নিজেদের বাংলার চিকিত্‍সা জগতে নজির গড়ে ফুসফুস প্রতিস্থাপন করা হয় । কিন্তু শেষরক্ষা হল না।