মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে শনিবার ভোট প্রচারে ঝড় তুললেন তৃণমূলের তারকা সাংসদ দেব। এদিন দুপুরে তিনি হেলিকপ্টার করে প্রথমে এসে পৌঁছান সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কাশিমনগরে। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে একটি জনসভা করেন। এরপর অভিনেতা পৌঁছে যান বাঙ্গাবাড়ি হাই স্কুলের মাঠে। সেখানে জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের সমর্থনে দ্বিতীয় জনসভা করেন। শনিবারের জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন- বাংলার মানুষকে ধন্যবাদ যাঁরা দিদিকে ভোট দিয়ে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন। এবছরের লড়াই আমাদের কাছে খুব কঠিন ছিল। কিন্তু তা স্বত্তেও মানুষ বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়যুক্ত করেছেন এবং গোটা রাজ্যে ২১৩ টি আসন তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন। তৃণমূল সাংসদ দেব বলেন, ‘এই বছরের লড়াই কোভিডের কারণে প্রচন্ড ঝুঁকির এবং কঠিন লড়াই ছিল। কিন্তু আমাদের দলের নেতৃত্বের সঙ্গে কর্মীরা তাঁদের জীবন বাজি রেখে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেছেন। আমাদের দলের বুথ স্তরের এবং তৃণমূল স্তরের কর্মীরা দলের সম্পদ। তাৃরা এরকম করে না খাটলে তৃণমূলের এই বিপুল জয় সম্ভব হতো না।’ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দেব আরও বলেন, ‘আমি নিজের দলকে বড় করতে গিয়ে অন্য দলকে ছোট করবো না। আমি শুধু ভোটারদেরকে বলবো যে দল ভালো কাজ করছে তাকেই ভোট দিন, তবেই দেশের উন্নতি হবে। তবে আমি একটি কথা বলতে চাই আমরা যে সকল প্রতিশ্রুতি ভোটের আগে জনগণকে দিয়েছিলাম সেগুলি ইতিমধ্যেই পূরণ করতে পেরেছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ভোটের আগে জনগণকে কথা দিয়েছিলেন ‘লক্ষীর ভান্ডার’, ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করার। ইতিমধ্যেই বাংলার জনগণ সেই প্রকল্পগুলির সুবিধা পেতে শুরু করেছেন।’ বিজেপির নাম না করে তাদেরকে কটাক্ষ করে দেব বলেন, ‘আমরা তৃনমূল কংগ্রেস দল উন্নয়নের রাজনীতি করি। ধর্মের এবং বিভাজনের রাজনীতি করি না। আমরা মানুষকে এক সূত্রে বেঁধে একসঙ্গে উন্নয়ন করি। হিন্দু-মুসলমান দেখে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে না।’