বিদেশ

আফগান মাটি ব্যবহার করে সন্ত্রাস চলবে না: প্রধানমন্ত্রী মোদি

রাষ্ট্রসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তিনি নিজের বক্তব্যে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বললেন, আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাসের জন্য ব্যবহৃত না হয়।  প্রসঙ্গত, আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। জেহাদি সরকারকে সমর্থনের সওয়াল করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন পরিস্থিতিতে ভারত কী অবস্থান নেয়, তার দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের সম্মেলন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, সন্ত্রাসের সঙ্গে কোনও আপোস নয়। সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বকে সতর্ক করলেন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে। বললেন, ‘আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাসবাদি কার্যকলাপের জন্য ব্যবহার না হয়। অন্য কেউ যেন সেই দেশের পরিস্থিতির সুযোগ না নেয়।’ ওয়াকিবহাব মহল মনে করছে, নাম না করে ইসলামাবাদকেই কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।