বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খাস কলকাতা। শনিবার দুপুরে হাজরা মোড়ে জড়ো হন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, অর্জুন সিং, সুকান্ত মজুমদার ও দলের নেতা-কর্মীরা। সঙ্গে ছিলেন ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা। সেখান থেকেই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করলেন বিজেপি নেতারা। শনিবার দুপুরে হাজরা মোড়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিজেপি। সেখানে ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, অর্জুন সিং, সুকান্ত মজুমদার-সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার ও অর্জুন সিং। বারাকপুরের সাংসদ অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “মানুষ এবার ওনার কাছে কৈফিয়ত চাইছে। ডিসি সাউথ প্রিয়াঙ্কার সঙ্গে যে আচরণ করেছে তা কোনওভাবেই মানা যায় না। বিরোধীদের কথা বলতেই দেওয়া হচ্ছে না।”