কলকাতা

ভবানীপুরের ভোটার হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর! দাবি বিজেপির

রাতেই হঠাৎ বিজেপি শিবিরের একটি দাবি তোলপাড় ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। গেরুয়া শিবিরের তরফে দাবি করা হল ভবানীপুরের ভোটার হয়েছেন প্রশান্ত কিশোর। রীতিমতো ভোটার লিস্টে ভোটকুশলী পিকের পার্ট নম্বর সহ ছবি প্রকাশ করে বিজেপি-র দাবি, ভবানীপুরে এবার বহিরাগত ভোটার! কিন্তু, বিজেপি-র এই দাবি কতটা সত্য তা এখনও জানা যায়নি।এদিন বিজেপি মিডিয়া সেলের নেতা সপ্তর্ষি চৌধুরী একটি টুইট করে বিষয়টি প্রকাশ্যে আনেন। একটি ভোটার লিস্টের ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, ভাবনীপুরের ২২২ নম্বর পার্ট নম্বরের ভোটার প্রশান্ত কিশোর। সেন্ট হেলেন স্কুলের ভোটকেন্দ্রে রয়েছে প্রশান্ত কিশোরের নাম। এছাড়াও উল্লেখ রয়েছে, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে পিকে-র। অর্থাৎ

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রশান্ত কিশোর। সেন্ট হেলেন স্কুলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তিনি। পিকের ভোটার সিরিয়াল নম্বর রয়েছে ৯০৫। ভোটার তালিকায় আরও দেখা যাচ্ছে, পিকের বয়স উল্লেখ করা হয়েছে ৪৪ বছর। তাঁর বাবার নাম শ্রীকান্ত পাণ্ডে হিসেবে উল্লেখ রয়েছে। এছাড়াও রয়েছে পিকের কলকাতার ঠিকানা। ২১বি, রানি শংকরী লেন, কলকাতা-৭০০০২৫ ঠিকানায়  প্রশান্ত কিশোর থাকেন বলে উল্লেখ রয়েছে।  উল্লেখ্য, ভোটার লিস্টের এপিক নম্বর দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সার্চ করলেই বেরিয়ে আসছে পিকের নাম। তবে এ ক্ষেত্রে ভোটার লিস্টে থাকা প্রশান্ত কিশোরের এপিক নম্বর দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সার্চ করলে তাঁর নাম এবং পোলিং বুথ পাওয়া গিয়েছে। যদিও কমিশনের ওয়েবসাইটে ভোটারের ছবি দেখা যায় না। তাই তিনিই ভোটকুশলী প্রশান্ত কিশোর কিনা, তা এখনও স্পষ্ট নয়।