সময় দেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। ফলে সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই এযাত্রায় কলকাতায় ফিরছেন বাবুল সুপ্রিয়। এ কথা নিজেই জানালেন তিনি। স্পিকারের অপেক্ষায় আরও কিছুদিন দিল্লিতে থাকতেই পারতেন, তবে বঙ্গে দুর্যোগের ভ্রুকুটি থাকায় দ্রুত ফিরতে চাইছেন সদ্য শাসকদল তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ। গত ১৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। সেদিনই জানিয়েছিলেন, লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। সে জন্য স্পিকারের সময় চেয়েছিলেন তিনি। কিন্তু সাতদিন অপেক্ষা করেও সময় দেননি স্পিকার। এ নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘২৩ তারিখ সময় চেয়েছিলাম। কিন্তু পাইনি। আমাকে এবার কলকাতায় ফিরতে হবে। কারণ, দুর্যোগ ধেয়ে আসছে রাজ্যের দিকে। আর অপেক্ষা করা যাবে না।’ তবে হাল ছাড়তে নারাজ বাবুল। তাঁর কথায়, ‘কবে স্পিকার সময় দেবেন, তা জানা নেই। তবে নিশ্চিত আমাকে সময় উনি সময় দেবেনই। তখন কলকাতা থেকে আসতে হবে, এই যা।’ রাজনৈতিক মহলের ধারনা, বাবুল সুপ্রিয় ইস্তফা দিলে আসানসোলে ফের উপনির্বাচন করতে হবে। আর সেই নির্বাচনে বিজেপি জিততে পারবে না। আর তাই স্পিকার এমন গড়িমসি করছেন!