আজ আইপিএলে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারের শেষ বলের থ্রিলারে রুদ্ধশ্বাস ম্যাচে কেকেআরকে ২ উইকেটে হারিয়ে দিল চেন্নাই। ফের একবার এমএস ধোনি অ্যান্ড কোং লিগ তালিকায় একে উঠে আসল। ১০ ম্যাচে ১৬ পয়েন্টের সৌজন্যে সিএসকে এখন মগডালে। সমসংখ্যক ম্য়াচে একই পয়েন্টে দাঁড়িয়ে দুয়ে দিল্লি ক্যাপিটালস। ১৭.৩ ওভারে বরুণ চক্রবর্তীর গুগলিতে স্ট্যাম্প ছিটকে গেল মহেন্দ্র সিং ধোনির। উচ্ছ্বাস নাইট শিবিরে। গ্যালারিতে মাথায় হাত চেন্নাই সাপোর্টারদের। ৯o শতাংশ ক্রিকেটপ্রেমী ধরেই নিয়েছিল এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। কিন্তু আরও নাটক বাকি ছিল। প্রসিদ্ধ কৃষ্ণর ১৯তম ওভারে ২২ রান। জাদেজার ব্যাট থেকে এল দু’টো ছয়, দুটো চার। পেন্ডুলামের মতো আবার ঘুরে গেল ম্যাচের ভাগ্য। ১৫ রানে ৩ উইকেট খুইয়ে যে চাপের মধ্যে পড়েছিল সিএসকে। সেটা যেন নিমেষেই কেটে গেল। কিন্তু তখনও বাকি ছিল আরও চমক। শেষ ওভারে প্রয়োজন মাত্র ৪ রান। সুনীল নারিনের প্রথম বলে আউট স্যাম কারণ। তৃতীয় বলে শার্দুল ঠাকুর তিন রান নিলেন। এবার টার্গেট ৩ বলে ১ রান। এই অবস্থায় ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ জাদেজা। ম্যাচের পরতে পরতে উত্তেজনা। পঞ্জাবের বিরুদ্ধে কার্তিক ত্যাগীর শেষ ওভার মনে পড়ে যাচ্ছিল। কিন্তু কার্তিক হতে পারলেন না নারিন। শেষ বলে রান নিয়ে দলকে জেতালেন দীপক চাহার। রবিবার নাটকীয় ম্যাচে কলকাতা নাইট রইডার্সকে ২ উইকেটে হারিয়ে টেবিলের এক নম্বর পজিশন দখল করে নিল চেন্নাই সুপার কিংস। জোড়া জয়ের পর মরুশহরে প্রথম হার কেকেআরের। তবে রেজাল্ট নির্বিশেষে জয় ক্রিকেটের।