বিদেশ

তালিবান সরকারকে স্বীকৃতি দিতে নারাজ রাশিয়া, অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রক

তালিবান সরকারকে এখনই স্বীকৃতি দিতে নারাজ রাশিয়া। শনিবার নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, বর্তমানে তালিবানের সরকারকে মান্যতা দেওয়ার প্রশ্নই নেই। ১৫ আগস্ট কাবুল দখল করে তালিবান। তারপরই তাদের মুখে শোনা যায়, গঠন, শান্তি ও ক্ষমার কথা। শুরু দিকে কূটনীতি বিশেষজ্ঞদের অনেকেই মনে করেছিলেন যে বন্দুকের জেরে ক্ষমতা দখল করলেও দেশ চালাতে এবার কিছুটা হলেও নিজেদের বদলে নেবে তালিবরা। কিন্তু সময় যত এগিয়েছে ততই সেই ধারণা ভ্রান্ত প্রমাণিত করে আসল চেহারা প্রকাশ করেছে তালিবান। সম্প্রতি, তালিবান কারাপ্রধান মোল্লা নুরুদ্দিন তোরাবি বলেছে, শরিয়ত মেনে তৈরি করা হবে দেশের আইন। অপরাধের শাস্তি হিসেবে হাত-পা কেটে নেওয়া বা প্রকাশ্যে গুলি করে হত্যাকে আইন করে ফিরিয়ে আনা হবে। পরের দিনই হেরাটের রাস্তায় দেখা মেলে ক্রেনের মাথায় ঝুলছে মৃতদেহ। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তীব্র ভাষায় এহেন কাজের নিন্দা করেছে আমেরিকা। একইসঙ্গে রাশিয়াও জানিয়েছে, আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা এখন ভাবছে না তারা।