কলকাতা

কয়লা কাণ্ডে তৃতীয়বার রাজ্যর আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস পাঠাল ইডি

কয়লাপাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি ৷ দিল্লিতে সংস্থার কার্যালয়ে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হল তাঁকে ৷ এই নিয়ে তৃতীয়বার ইডি-র নোটিস পেলেন মলয় ৷ উল্লেখ্য, এর আগে দু’বার একই কারণে তাঁকে নোটিস পাঠানো হয়েছিল ৷ কিন্তু, নানা কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন মলয় ৷ ইডি সূত্রে খবর, রাজ্যে কয়লাপাচার কাণ্ডে ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, কয়লাপাচারে যোগ রয়েছে প্রভাবশালীদের ৷ এর স্বপক্ষে একাধিক নথিও ইডি-র হাতে এসেছে ৷ আর এই সূত্র ধরেই গোটা ঘটনায় জড়িয়ে গিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক ৷ এই যোগসূত্র কতটা সঠিক, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মলয়কে জেরা করাটা জরুরি ৷ আর সেই কারণেই তাঁকে বারবার দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হচ্ছে ৷