কংগ্রেস ছেড়ে কি তৃণমূলে যোগ দিচ্ছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের অন্যতম হেভিওয়েট নেতা লুইজিনহো ফালেরিও ? সূত্রের দাবি অন্তত তেমনটাই ৷ শোনা যাচ্ছে, ২৮ সেপ্টেম্বর দলবদল করতে চলেছেন লুইজিনহো ৷ আর তাতেই গোয়া কংগ্রেসে ধ্বস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু, কেন এই আশঙ্কা ? আসলে এদিন একটি সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন লুইজিনহো ৷ কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, দলের সঙ্গে এই সাংবাদিক সম্মেলনের কোনও সম্পর্ক
নেই৷ তা থেকেই মনে করা হচ্ছে, হয়তো এই সাংবাদিক বৈঠক থেকেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করবেন লুইজিনহো ৷ প্রকাশ্যে এই কংগ্রেস নেতা সোমবারই বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। মমতা ফর্মুলা জয় পেয়েছে পশ্চিমবঙ্গে।’’ তাঁর কথায়, ‘আমি কিছু জনের সঙ্গে দেখা করেছি। তাঁরা বললেন আমি ৪০ বছর ধরে একজন কংগ্রেসম্যান। আমি কংগ্রেস পরিবারের কংগ্রেসম্যান হয়েই থাকব। চার কংগ্রেসের মধ্যে মোদিকে সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে মমতাই। বাংলায় প্রধানমন্ত্রী ২০০ সভা করেছেন। অমিত শাহ ২৫০ সভা করেছেন। ইডি, সিবিআই সবই ছিল। জিতেছে মমতার ফর্মুলা।’