কলকাতা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূলের সুস্মিতা দেব

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূলের সুস্মিতা দেব। সোমবার ছিল রাজ্যসভা উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তৃণমূল প্রার্থী সুস্মিতা ছাড়া আর কারও মনোনয়ন জমা না পড়ায়, তাঁকেই জয়ী বলে ঘোষণা করে দেওয়া হল। পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে নির্বাচনের রিটার্নিং অফিসারের থেকে শংসাপত্র নিয়ে গেলেন তিনি। রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। জেতার পর সুস্মিতা বলেন, “তৃণমূল সাংসদরা ধারাবাহিকভাবে সংসদের বাইরে ও ভিতরে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। এবার আমিও সেই লড়াইয়ে সামিল হব। লড়াই জোরদার হবে।” অসম শিলচরের সাংসদ সুস্মিতা মূলত সাংগঠনিক কাজেই পারদর্শী। তাই তাঁকে রাজ্যসভার পাশাপাশি

ত্রিপুরার দায়িত্বও সঁপেছে তৃণমূল। সর্বভারতীয় স্তরে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা আছে। তাই দলে সুস্মিতার সংযোজন যে তৃণমূলকে বাড়তি অক্সিজেন জোগাবে, সেরকমই মনে করছে রাজনৈতিক মহল। উত্তর-পূর্বে বিজেপির কার্যকলাপ সম্পর্কেও এদিন মুখ খোলেন সুস্মিতা। তিনি বলেন, বিজেপি যে ধরনের বিভাজনের রাজনীতি উত্তর-পূর্বে চালাচ্ছে বিপ্লব দেব আর হিমন্ত বিশ্বশর্মা দু’জনেই পুরোদস্তুর আরএসএস-এর ভাবাদর্শকেই বাস্তবায়িত করতে চাইছেন। তার বিরুদ্ধে আমাদের সরব হতেই হবে।”  উল্লেখ্য, গত ১৬ অগস্ট কলকাতায় অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন সুস্মিতা। তার দিন কয়েক আগে তিনি কংগ্রেস ছাড়েন। ৯ সেপ্টেম্বর রাজ্যসভা উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। আর ১৪ সেপ্টেম্বর সুস্মিতাকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করে তৃণমূল।