কলকাতা

ভবানীপুরের বিধানসভা উপনির্বাচন স্থগিত করার দাবি দিলীপ ঘোষের

ভবানীপুর বিধানসভা উপনির্বাচন স্থগিত করার দাবি জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ নিউটাউনের বাড়িতে সাংবাদিক বৈঠক করে এই দাবি জানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷ তাঁর অভিযোগ, ভবানীপুরে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই ৷ সেখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কখনই সম্ভব নয় বলে জানান দিলীপ ৷ এনিয়ে রাজ্য নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে বিজেপি নেতৃত্ব ৷ পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন স্থগিত করার দাবি জানিয়ে আগামিকাল দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ করবে বিজেপির একটি প্রতিনিধিদল ৷ এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্য প্রশাসনকে নির্বাচনের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে ৷ আর যেদিন তা হবে, সেইদিন রাজ্যে নির্বাচন করা হবে ৷’’ তাঁর কথায়, নির্বাচনের নামে প্রহসন করছে শাসকদল ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি এবং অর্জুন সিং আজ যেভাবে ভবানীপুরে গন্ডগোলের সম্মুখীন হলাম, তাও ভবানীপুরের মতো জায়গায় ৷ যেখানে মুখ্যমন্ত্রী লড়াই করছেন ৷ সেখানে যদি আইনশৃঙ্খলার এই অবস্থা হয়, তাহলে বাকি রাজ্যের কী অবস্থা হতে পারে ৷’’ দিলীপ ঘোষ অভিযোগ করেন, ‘‘গুন্ডা দিয়ে প্রচার বন্ধ করার চেষ্টা করা হচ্ছে ৷ আর সাধারণ মানুষ এর জেরে ভয়ে রয়েছেন ৷ তাঁরা বিজেপিকে ভোট দিতে চাইলেও, ভয়ে বাড়ি থেকে না বেরতে পারলে ভোট কীভাবে দেবেন ?’’