করোনার বুস্টার ডোজ নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ আমেরিকায় ৬৫ বছর ও তার বেশি বয়সের নাগরিকদের আগের দু’টি ডোজ নেওয়ার পর শারীরিক অবস্থা বিচার করে এবং ঝুঁকিপূর্ণ কাজের জায়গার কথা ভেবে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের তৃতীয় ডোজ নেওয়ার অনুমোদন দিয়েছে দুটি সংস্থা ৷ সেই অনুযায়ী, প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয় ডোজ নিলেন ৷ বুস্টার ডোজ নেওয়ার ছবি পোস্ট করে একটি টুইট করেছেন বাইডেন ৷ লেখেন, “কোভিড-১৯ সংক্রমণে ঝুঁকি যাঁদের বেশি, তাঁদের করোনার বুস্টার ইনজেকশন আরও বেশি সুরক্ষিত রাখবে ৷ সেইজন্য আজ আমি আমার বুস্টার ডোজ নিলাম এবং যাঁরা এই ডোজ নেওয়ার যোগ্য, তাঁদের সবাইকে উৎসাহিত করব এই ডোজ নিতে ৷” তৃতীয় ডোজ নেওয়ার আগে প্রেসিডেন্ট জানিয়েছিলেন প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ নেওয়ার পরে তাঁর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি ৷ তিনি বলেন, “আরও বেশি মানুষকে ভ্যাকসিন দিতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ৷”