দেশ

ফের গৃহবন্দি হয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ মেহবুবা মুফতির

আবারও তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ বুধবার এমনই অভিযোগ করেছেন পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ এদিন টুইটারে এই প্রসঙ্গে পোস্টও করেন তিনি ৷ মেহবুবার দাবি, শুধুমাত্র যে তাঁকেই বাড়িতে আটকে রাখা হয়েছে, তা নয় ৷ একইসঙ্গে, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নিরীহ গ্রামবাসীর উপর অত্যাচারের অভিযোগও তুলেছেন তিনি ৷ মেহবুবা জানিয়েছেন, শীঘ্রই আক্রান্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করতে ত্রালে যাবেন তিনি ৷ এদিন মেহবুবার করা একটি টুইটে দেখা যায়, তাঁর বাড়ির ফটক আটকে দাঁড়িয়ে রয়েছে পুলিশের ভ্য়ান ৷ সেই ছবির সঙ্গে মেহবুবা লেখেন, ‘‘ত্রালের যে গ্রামে সেনাবাহিনী অত্যাচার চালিয়েছে, সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম ৷ সেই কারণেই আজ ফের আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ এটাই হল কাশ্মীরের প্রকৃত ছবি ৷ যাঁরা কাশ্মীর পরিদর্শনে আসেন, তাঁদের এটাই দেখানো দরকার ৷ কেন্দ্রীয় সরকারের ঠিক করে দেওয়া পরিদর্শন এবং পিকনিক ট্যুর করে কোনও লাভ নেই ৷’’