কলকাতা

নবান্নে এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবারই নবান্নে এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। বুধবার গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ৭ বারের কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার আগে নবান্নে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। জোড়াফুল শিবিরে যোগদানের জন্য মঙ্গলবার রাতেই কলকাতায় পৌঁছন প্রাক্তন কংগ্রেস বিধায়ক। সোমবারই গোয়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ফালেরিও। বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে তাঁর

পদত্যাগপত্র জমা দেওয়ার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ এই প্রবীণ কংগ্রেস নেতা। বলেন, ‘মমতাকে চাইছে গোয়া। মমতা হলেন মহিলা উন্নয়নের কাণ্ডারী। তিনি স্ট্রিটফাইটার। গোয়াতে তাঁকে প্রয়োজন। মমতা একাধিক বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করছেন। BJP-কে ডিরেক্ট চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি। মমতাকে অনুরোধ জানাবো, গোয়ায় এসে তিনি দায়িত্ব নিন।’