ভোট শুরু হতে না হতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট মেশিন বন্ধ করার অভিযোগ করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ আজ সকালে ভবানীপুর উপনির্বাচন শুরু হওয়ার পর তিনি ৭২ নম্বর ওয়ার্ডের একটি বুথে গিয়ে জানান যে সেখানে তৃণমূল বুথ দখলের চেষ্টা করছে ৷ উপনির্বাচনের পরিস্থিতি সরেজমিনে দেখতে সকাল থেকে বেরিয়ে পড়েন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের মদন মিত্র এখানে সুযোগ বুঝে ভোটিং মেশিন বন্ধ করে বুথ দখলের চেষ্টা করছেন ৷” তিনি বলেন, “যেখানে অভিযোগ করার, করেছি ৷ আমি তো ঘুরছি ৷ তাই কী পদক্ষেপ করা হয়েছে জানি না ৷” তিনি সাংবাদিকদের জানান, ভোটপর্ব কেমন হচ্ছে তা তিনি জানেন না ৷ বরং সাংবাদিকদের প্রশ্ন করেন, “আপনারাই বলতে পারবেন কোথায় কত ভোট পড়েছে ৷ এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয় ৷” পুলিশের তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি কোনও মন্তব্য করতে চান না বলে জানান ৷ যদিও ইভিএম জ্যামের অভিযোগ নাকচ করে দিল কমিশন।