দেশ

আগামী ১২ অক্টোবর দিল্লির পাতিয়ালা কোর্টে সশরীরে হাজিরার নির্দেশ রুজিরাকে

কয়লা পাচার কাণ্ডে দিল্লির পাতিয়ালা কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি এদিন অনলাইনেই হাজিরা দিলেন আদালতে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ শুনানি শুরু হয় কয়লা পাচার কাণ্ডে। সেই সময় ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন রুজিরা। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত বিষয়ে দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলে আদালতে। এদিকে এর প্রেক্ষিতে ইডি-র আইনজীবী পালটা সওয়াল করেন, যে দিন প্রথম সমন জারি হয়, সে দিন রুজিরা দিল্লিতেই ছিলেন। আদালত তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেছিল। কিন্তু তিনি আদালতের নির্দেশ মানেননি। এর প্রেক্ষইতে অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারির দাবি করে ইডি। সবপক্ষের বক্তব্যে শুনে রুজিরাকে হাজিরা দেওয়ার নির্দেশ জানায় আদালত।আগামী ১২ অক্টোবর দুপুর ২টোর সময়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিল্লি পাতিয়ালা কোর্টের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন ইডির তরফেও রুজিরার বিরুদ্ধে কি প্রমাণ তাঁদের কাছে রয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়া হবে। এমনটাই জানা গিয়েছে। এই নির্দেশ সামনে আসার পরেই কার্যত নয়া বিতর্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে ইডির আবেদনের ভিত্তিতে রুজিরাকে সশরীরে উপস্থিত থাকার সমন পাঠানো হয়। এর আগে ইডির সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টেরই দ্বারস্থ হয়েছিলেন রুজিরা। চলতি মাসেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে হাজিরার জন্য সমন পাঠিয়েছিল ইডি। অভিষেক ইডি দফতরে হাজিরা দিলেও তাঁর স্ত্রী হাজিরা দেননি। রুজিরা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে দুই সন্তান রেখে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়।