কলকাতা

ভুয়ো ভোটারের অভিযোগে ভবানীপুরে বিজেপি-তৃণমূলের মধ্যে বচসা

সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে রাজ্যের তিন কেন্দ্রে। ভবানীপুরে উপনির্বাচন ও মুর্শিদাবাদের দুই কেন্দ্রে সাধারণ নির্বাচন। সেভাবে অশান্তি বা গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। সকাল থেকেই রাজনৈতিক সৌজন্যতার ছবি দেখা গিয়েছে। বেলা বাড়তেই অশান্তির খবর পাওয়া গিয়েছে ভবানীপুর কেন্দ্রে। এমনিতেই ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে। গোটা দেশের নজর রয়েছে এই কেন্দ্রকে নিয়ে। তাই বাড়তি সতর্কতা পালন করছে কমিশন। এর মাঝেই ভবানীপুর কেন্দ্রে ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে বলে অভিযোগ। ভবানীপুর কেন্দ্রের খালসা হাইস্কুলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা বেঁধে যায়। বুথে ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। অস্বীকার করে তৃণমূল। এই নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল কেন্দ্রীয় বাহিনী। বিজেপির দাবিকে মান্যতা দেয়নি কমিশন। সকাল থেকেই একাধিক মিথ্যা অভিযোগ করেছে বিজেপি। কখনও বুথ জ্যাম কিংবা রিগিং-এর ‘মিথ্যা’ তত্ব খাড়া করেছে বিজেপি। কিন্তু বিজেপির কোনও বক্তব্যই শুনতে চায়নি কমিশন। ১৫১, ১৬০, ১৬২, ১৭২ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ করে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগের কোনও সত্যতা নেই, জানিয়ে দেয় নির্বাচন কমিশন। এই বিষয়ে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘ওরা জানে না, ভবানীপুরে রিগিং হয় না।’