অজয়ের বাঁধ ভাঙ্গার ফলে বন্যা পরিস্থিতি বীরভূমের নানুর সহ একাধিক অঞ্চলে। বন্যা কবলিত বীরভূমের অজয় নদ সংলগ্ন গ্রামগুলি। ঝাড়খন্ডের সিকাটিয়া বাঁধ থেকে জল ছাড়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া বেশ কিছুদিন ধরে নিম্নচাপের বৃষ্টির জেরে বীরভূমের বিভিন্ন অংশে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অজয় নদীর জলের তলায় নানুরের বিস্তীর্ণ অঞ্চল। বাসাপাড়া, বামুনিয়া, থুপসারা, বেজরা, রামকৃষ্ণপুর, কুড়গ্রাম সহ ৪০টি গ্রাম বন্যাপ্লাবিত। বাড়ি ছেড়ে নদী বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন সুন্দরপুর এলাকার বাসিন্দারা। অন্যদিকে কেতুগ্রামের মোট চার জায়গায় ঢুকল অজয়ের জল। রসুই, ত্যাওড়া, বিল্লেশ্বর ও চরখি গ্রামে বাঁধ ভাঙল। আজ বিষয়টি পরিদর্শন করেছেন বিধায়ক শেখ সাহনেওয়াজ। দুর্গতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।