মাত্র ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে মৃত্যু হল আরও ৭ জনের। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি ৩০০ জন শিশু। বাড়ছে উদ্বেগ। জ্বর-সর্দিতে কাহিল শিশুরা। সঙ্গে কারও কারও আবার শ্বাসকষ্ট। অসুস্থতা এতটাই যে, হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। কিন্তু তাতে আর শেষরক্ষা হচ্ছে কই! উত্তরবঙ্গে একে পর এক শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। কলকাতা থেকে গিয়ে স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের বৈঠক করেছে ৫ সদস্য়ের চিকিৎসকদল। খতিয়ে দেখেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি জেলা হাসপাতালে ও শিলিগুড়ি হাসপাতালের পরিকাঠামো।