জেলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ম্যান মেড বন্যা’ তত্ত্বে আদালতে যাওয়ার পরামর্শ অধীর চৌধুরীর

বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দুষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে গিয়েছে ৷ যার জন্য রাজ্য সরকারের গাফিলতিকে দায়ী করলেন অধীর চৌধুরী৷ আজ বহরমপুরে এক সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের অনীহার জন্য নদীর বাঁধ মেরামতি ও নতুন বাঁধ তৈরির কাজ হচ্ছে না ৷ আর সেই কারণেই কেন্দ্রে পাঠানো টাকা ফেরত যাচ্ছে ৷ এদিন অধীর চৌধুরী বলেন, ‘‘রাজ্যের খরস্রোতা নদীগুলির বাঁধ আরও উঁচু হওয়া দরকার ৷ বাঁধের ভাঙন এবং বন্যা পরিস্থিতি আটকাতে একাধিক মাস্টার প্ল্যান প্রয়োজন ৷’’ সেইসঙ্গে আজ মুখ্য়মন্ত্রীর ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বহরমপুরের সাংসদ ৷