প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ বেলদার গঙ্গাধর অ্যাকাডেমির মঞ্চে তখন উপস্থিত রয়েছেন পশ্চিম মেদিনীপুর তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা ৷ ভাষণ দিচ্ছিলেন নারায়ণগড়ের বিধায়ক তৃণমূলের সূর্য অট্ট ৷ ঠিক সেই সময়ই রীতিমতো বসাকে কেন্দ্র করে গোলমাল বেঁধে যায় ৷ প্রথমে তৃণমূলে কর্মীরা নিজেদের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন ৷ তার পর মারামারি ৷ যা শেষ হয় চেয়ার ছোড়াছুড়ি দিয়ে ৷ পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ৷ ঘটনাস্থলে যান পুলিশের শীর্ষ আধিকারিকরাও ৷ কি এমন ঘটনা ঘটল যে প্রকাশ্যে তৃণমূল কর্মীরা একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়লেন ? এই
প্রশ্নের উত্তর এখনও মেলেনি ৷ নারায়ণগড় বিধায়ক সূর্য অট্ট বলেন, ‘‘আমি যখন বক্তব্য রাখছিলেন তৃণমূলের কিছু লোক যাঁরা একসময় বিজেপির বিভিন্ন নির্বাচনে কাজ করেছেন, তাঁরা উঠে চেয়ার ছোড়াছুড়ি করে বিতর্ক সৃষ্টি করেন এবং সভাটি ভন্ডুল করেন । আমরা অনেক চেষ্টা করেছি ৷ কিন্তু তাঁরা শোনেননি । এঁরা এক সময় বিজেপির হয়ে কাজ করতেন, বর্তমানে তাঁরা তৃণমূলে রয়েছেন। আমরা বহুবার এই নিয়ে জেলা সভাপতিকে বলেছি এবং বিষয়টি শীর্ষ নেতৃত্বকেও জানানো হয়েছে ৷ তা সত্ত্বেও তৃণমূলের ভেতরে কিছু বিজেপির লোকজন এই গন্ডগোল করেছে ।’’ তবে সরাসরি বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলেও তিনি জানিয়েছেন । এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বঙ্গনিউজের তরফ থেকে বারবার জেলা সভাপতিকে ফোন করা হয় ৷ কিন্তু তিনি ফোন ধরেননি ৷