দেশ

যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি নিয়ে কিষাণ মহাপঞ্চায়েতকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে কিষাণ মোর্চা। যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি করার অনুমতি চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিল কিষাণ মহাপঞ্চায়েত। সেই মামলার প্রেক্ষিতেই শুক্রবার বিক্ষোভরত কৃষক সংগঠনগুলিকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত। পর্যবেক্ষণে আদালত বলেছে দিল্লির সব সীমানায় অবস্থান বিক্ষোভ করে তারা হাইওয়ে গুলো আটকে রেখে। তারপরে আবার শহরের ভেতরে বিক্ষোভের অনুমতি চাইছেন কীকরে। সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানওউইলকর এবং বিচারপতি সিটি রবিকুমার জানিয়েছেন, কিষাণ মহাপঞ্চায়ের মামলাকারীদের বিচারব্যবস্থার প্রতি আস্থা রাখতে হবে। তারা যখন একবার তিন কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন এবং তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তখন তাঁদের বিচারব্যবস্থার উপর আস্থা রাখতেই হবে। তারপরেই মামলাকারী কৃষক সংগঠনকে তীব্র ভর্ৎসনা করে আদালত বলেছে আপনারা বিক্ষোভ করে দিল্লির সব সীমানা আটকে রেখেছেন। দিল্লির সব রাস্তা বন্ধ করে রেখেছেন তাঁরা। হাইওয়ে গুলোতে অবরোধ করে বন্ধ করে রেখেছেন। তারপরে আবার শহরের মধ্যে আন্দোলনের অনুমতি চাইছেন। এই নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত।