কলকাতা

‘পুজোয় মধ্যে শহরে আসছে আরও ৩০ ইলেকট্রিক বাস’, ইকোপার্কে ইলেকট্রিক ভেইকেল কার্নিভালে জানালেন পরিবহণ মন্ত্রী

 নিউটাউন ইকোপার্কে শুরু হল ইলেকট্রিক ভেইকেল কার্নিভালl। ৩ তারিখ অবধি বিকেল ৪ টে থেকে ৭ টা ৩০ অবধি এই  কার্নিভাল চলবে। এখানে ইলেকট্রিক চালিত গাড়ি টেস্ট ড্রাইভ করার সুযোগ থাকছে। ‘ইলেকট্রিক গাড়ি আমাদের ভবিষ্যত’, ইকোপার্কে ভেইকেল কার্নিভালে এসে বার্তা দিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হিডকো চেয়ারম্যান তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেছেন, ‘ইলেকট্রিক গাড়ি আমাদের কাছে ভবিষ্যত।মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি ইলেকট্রিক স্কুটার চালিয়ে আমি নবান্নে নিয়ে গেছিলাম ।মুখ্যমন্ত্রী নিজে পলিউশন ব্যাপারে অত্যন্ত চিন্তিত।তেলের

গাড়ি গুলোকে কমানো এবং ইলেকট্রিক গাড়ি বাড়ানোর দিকে একটা উদ্যেগ আমাদের সরকার নিয়েছে।তারই অংশ হিসাবে আজকে এখানে এই কার্নিভাল। এটা আরও অনেক হবে। ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে বলবো একটু দাম কমিয়ে যাতে মানুষ কিনতে পারে এরকম ব্যবস্থা করতে। সারা কলকাতা জুড়ে আরও বেশি করে চার্জিং পয়েন্ট করবো। সিইএসসি-কেও চার্জ কমানোর জন্য  অনুরোধ জানিয়েছি। পেট্রোল ডিজেলের থেকে অনেক কম হবে।যার ফলে জনপ্রিয়তা বাড়বে এবং আস্তে আস্তে

ইলেকট্রিক গাড়ির দিকে কনভার্ড হবে। ২০৩০ এর মধ্যে কলকাতায় ২০০০ ইলেকট্রিক বাস চলবে ওখানে আর কোনও তেলের বাস চলবে না।’ ফিরহাদ আরও বলেন,’ মার্চ বা এপ্রিলের মধ্যে এক হাজার বাস অলরেডি ৮০ টি বাস চালু হয়ে গেছে। পুজোর মধ্যে আরও ৩০ টি ইলেকট্রিক বাস চালু হয়ে যাবে। আর ও এক হাজার বাস মার্চ কিংবা এপ্রিলের শুরুতে ইলেকট্রিক বাস কলকাতায় চালু করবো এবং ফেস ওয়াইস।কলকাতায় স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন গুলো আছে সেখান থেকে তেলের বাস গুলোকে ডিস্কার্ট করবো এবং সেই বাস গুলোকে আমরা সাবাবসে চালাবো ।ভাড়া ন্যাচারালই কমবে মানে ভাড়াটা অন্তত না কুমুক বাড়বে না এখন তো ভর্তুকি দিচ্চি আমরা। কিন্তু আমরা তো ভাড়াটা আর বাড়াইনি।সুতরাং সেটা আমাদের পক্ষে সুবিধা হবে। আর ভর্তুকি দিতে হবে না। ‘

https://www.facebook.com/HakimFirhad/videos/230552395714788