দেশ

গান্ধী জয়ন্তীতে রাজঘাটে সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

মহাত্মা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিনে দিল্লির রাজঘাটে তাঁর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। তাঁরা ছাড়াও এদিন রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ বিশিষ্টজনেরা। এদিন গান্ধীজির জন্মদিনে টুইটে প্রধানমন্ত্রী বলেন, “তাঁর মহৎ নীতিগুলি বিশ্বব্যাপী প্রাসঙ্গিক। লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয় তাঁর নীতি।” গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জনাই। গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধেয় বাপুকে আমার প্রণাম। পূজনীয় বাপুর জীবন ও আদর্শ দেশের প্রতিটি প্রজন্মকে কর্তব্যের পথে চলতে অনুপ্রাণিত করতে থাকবে।” রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে গান্ধীজীর স্বপ্ন, তাঁর শিক্ষা, আদর্শ এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। শনিবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিতে মোদি টুইটে লিখেছেন,“প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি। মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে তাঁর জীবন সবসময় দেশবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

https://twitter.com/RahulGandhi/status/1444141998450032646