জেলা

বন্যা বিধ্বস্ত আরামবাগে মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষণা মতোই বন্যা বিধ্বস্ত আরামবাগে এলেন রাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পল্লীশ্রী হেলিপ্যাডে নেমেছে তাঁর কপ্টার। এরপর তিনি ঘুরে দেখবেন দৌলতপুরের ভেঙে যাওয়া বাঁধ এলাকা। বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলবেন। তাঁদের অভাব-অভিযোগ শুনবেন। তাঁর সঙ্গে থাকবেন স্থানীয়রা এলাকার জন প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী আসারা আগেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা আরামবাগ মহকুমা চত্বর। প্রশাসনিক মহলে চলছে চূড়ান্ত তৎপরতা। এদিনই দুপুর ৩টের সময় উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর দুপুর তিনটের সময় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে উপস্থিত থাকবেন সকল জেলাশাসক, মুখ্য সচিব এবং সমস্ত দফতরের সচিবরা। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।