কলকাতা

ভোট ঘোষণা হয়ে যাওয়ার জেরে ৪ জেলায় পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ, নভেম্বরে একসঙ্গে দুই মাসের টাকা পাবে মহিলারা

পুজোর মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের একটি ঘোষণাতেই চার জেলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে গেল। পুজোর আগে উপভোক্তারা কেউই টাকা পাবেন না চার জেলায় ভোটের বাদ্যি বেজে যাওয়ায়। পুজোর মধ্যেই ভোট বঙ্গে। ভবানীপুরের উপনির্বাচন ও মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে নির্বাচন মিটতে না মিটেই বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৩০ অক্টোবর চার কেন্দ্রে উপনির্বাচন। কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনায় খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে ভোট হবে ওইদিন। ৩০ অক্টোবর চার জেলার ৪ কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হবে। ফলে ওই চার জেলায় কোনও সরকারি প্রকল্পের সুবিধা মিলবে না এই এক মাস। ভোট গণনা হবে ২ নভেম্বর। তারপরই এই চার জেলায় আদর্শ আচরণবিধি উঠবে। এবং সরকারি প্রকল্পের পরিষেবা পাবেন জেলাবাসীরা। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নভেম্বর মাসে অর্থাৎ এই চার কেন্দ্রে ভোটের ফলাফল বেরনোর পরই টাকা পৌঁছে যাবে, একসঙ্গে দু’মাসের।